দৈনিক সবুজ সিলেট পত্রিকায় সংবাদ প্রকাশের পর জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য নবী হোসেনর সদস্য পদ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১জুলাই) দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মালিক ২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান এর যৌথ স্বাক্ষরে নবী হোসেনের সদস্য পদ বাতিল করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, পত্রিকার রিপোর্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নবী হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়ায় তাকে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আহবায়ক কমিটি থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে মোঃ নিজাম উদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানাযায়, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সভাপতি মোঃ নবী হোসেনকে বিএনপির আহবায়ক কমিটির ১১ নম্বর সদস্য করা হয়েছিল। সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝর উঠলে তাকে অব্যাহতি দেওয়া হয়।