দীর্ঘদিন পর মৌলভীবাজারের রাজনগরে কর্মীসভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে নেতাকর্মীদের মাঝে উচ্ছাস দেখা যাচ্ছে।
নব নির্বাচিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ধারাবাহিক ভাবে উপজেলার ৭২টি ওয়ার্ডের কার্মী সম্মেলনের উদ্যোগ নিয়েছে। নেতাকর্মীদের চাঙা ও আগামী জাতীয় নির্বাচনের দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নব নির্বাচিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ ওয়ার্ড সম্মেলন করে যাচ্ছেন।
ইতোমধ্যে উপজেলার ফতেহপুর, উত্তরভাগ, মুন্সিবাজার ও পাঁচগাঁও ইউনিয়নে এরই মাঝে ওয়ার্ড কর্মী সম্মেলন শেষ হয়েছে। বাকীগুলোও কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন নেতারা। দীর্ঘদিন থেকে ঝিমিয়ে পড়া রাজনগর উপজেলা বিএনপি আবারো প্রাণ ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন বিএনপির নেতা। তারা মনে করছেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে রাজনগরে কোন ধরনের রাজনৈতিক প্রোগ্রাম করা যায় নি। নেতাকর্মীরা একধরেনের নেতৃত্বহীন ছিলেন। বিভিন্ন আন্দোলনে ডাক দেয়ার মতো নেতাই পাওয়া যেতোনা। এতে রাজনগরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ছিল হতাশা। আওয়ামীলীগ পতনের পর থেকে দলের নেতাকর্মীরা কিছুটা বিচ্ছিন্ন ছিলেন। নবগঠিত কমিটি বিএনপি কর্মীদের একত্রিত করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থাকবে।
ফতেহপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক শরাফত আলী বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে রাজনগরে বিএনপির নেতাকর্মীরা কোন রাজনৈতিক সভা-সমাবেশ করতে পারেন নি। মিছিল মিটিং করতে পারেন নি। অনেকেই বিভিন্ন ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটি উপজেলার সকল ওয়ার্ডে কর্মী সম্মেলন করে নেকার্মীদের আবারো চাঙা করছে। আগামী জাতীয় নির্বাচনে বিরাট ভূমিকা রাখবে।
গত সোমবার রাতে উপজেলার উত্তরভাগ উনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজনগর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সেলুন,
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, যুগ্ন সাধারণ সম্পাদক, মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুপক দেব, উত্তরভাগ ইউয়িনরে সভাপতি কবির মিয়া সম্পাদকআরব আলী। এছাড়াও ফতেহপুর ইউনিয়নের সভাপতি কমরুদ্দীন ও সম্মাদক টিটু মিয়া, মুন্সিবাজার ইউনিয়ন সভাপতি শেখ আশিক মিয়া, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ মজাই, পাঁচগাঁও ইউনিয়নের সভাপতি আব্দুল মুকিত মুকিল ও সম্পাদক তাজ মিয়া নিজনিজ ইউনিয়নের ওয়ার্ড কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন বলেন, বিগত ২৮ জুন নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককের পার্থী সাবেক এমপি এম নাছের রহমানকে আমরা মৌলভীবাজার রাজনগর থেকে বিজয়ী করবো বলে সবাই অঙ্গীকার করেন। তিনি আরো বলেন ফতেপুর ইউনিয়ন থেকে সম্মেলন শুরু করেছি এ পর্যন্ত ৪টি ইউনিয়নের ওয়র্ড কর্মী সম্মেলন শেষ হয়েছে। ধারাবাহিকভাবে উপজেলার বাকীসব ইউনিয়নে ওয়ার্ডে কর্মী সম্মেলন সম্পন্ন করা হবে।