হবিগঞ্জের বানিয়াচংয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধাভিত্তিক অনুসারে নির্বাচিত ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
২৮ জুলাই সোমবার বেলা ১১টায় লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম-এসইডিপি আওতায় উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার ও একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন।
স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক বিদ্যালয়ের জেলা সহকারী পরিদর্শক আমিনুল ইসলাম, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুজ্জামান, শচীন্দ্র কলেজের সহকারী অধ্যক্ষ গৌতম সরকার প্রমূখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, চৈতালী চক্রবর্তী, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, শিক্ষার্থী মোঃ শাকিব রহমান সালমান, মোস্তাকিম বিল্লাহ, শাওকাতুন্নেছা খানম ইতু।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়াসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ।
শেষে প্রকল্পের পক্ষ থেকে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য হতে ১৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ২০২২/২৩ সালের এসএসসি পরীক্ষায় ১১ জন কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসিতে কৃতিত্ব পূর্ণ ফলাফলের জন্য ৮ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।