সুনামগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে 'কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণ' শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা নিজেদের পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম আনিসুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের সিলেটের পরিচালক ডা. রিয়াজুল ইসলাম, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ক্যাব সভাপতি জামিল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনোওয়ার আলী, সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ডা. অতনু ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হক, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, জেলা জাসাস’র সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজজামান, ছবাব মিয়া প্রমুখ।
ডা. আসিফ মাহমুদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. রাজেশ সিংহ। এতে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।