সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে মৃত্যুবরণকারী তরুণ মুকিত আহমদ (১৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। সোমবার (২৮ জুলাই) বিকেলে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল নগরীর মাছিমপুরে নিহতের বাসায় যান। নিহত মুকিত আহমদ সিলেট মহানগরীর সাংগঠনিক শাহপরান পশ্চিম থানা জামায়াতের ২৩নং ওয়ার্ডের মাছিমপুর নিবাসী সামছু উদ্দিনের ছেলে।
জামায়াত নেতৃবৃন্দ- নিহত মুকিত আহমদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এছাড়া নগর জামায়াতের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা আমীর মোহাম্মদ সাহেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জামায়াত নেতা এড.আহাদ সিদ্দিকী, ২৩নং ওয়ার্ড সভাপতি সালেহ আহমদ ও সেক্রেটারি মোঃ ফারুক মিয়া প্রমূখ। এছাড়া এসময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত শুক্রবার (২৫ জুলাই) সকালে মুকিত জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মুকিত। ৩ দিন পর রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠে। নিহতের নাম মুকিত আহমদ (১৮) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে ও বর্তমানে সিলেট নগরীর মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।