সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিসিকনামা পর্ব-১ - পিয়ন থেকে কোটিপতি সোহাগের উত্থান রহস্য শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায় আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন মার্কিন পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি! জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা বিনয় ও সৌজন্যবোধ ছিল মুফতি আহমদুল্লাহর স্বভাবজাত : তারেক রহমান
advertisement
সিলেট বিভাগ

থানায় অভিযোগ

কানাইঘাটে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামে এক প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাইয়ারা বেগম (৬৫) বাদী হয়ে রোববার (২৭ জুলাই) সাদেক আহমদ (৪০) ও তার স্ত্রী শেফালী বেগমকে (৩০) আসামি করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।


অভিযোগে উল্লেখ করা হয়, সাদেক আহমদ ও ছাইয়ারা বেগম পাশাপাশি বাড়ির বাসিন্দা। ছাইয়ারা বেগমের দুই ছেলের মধ্যে ছাব্বির আহমদ কানাডা ও কবিরুল ইসলাম আয়ারল্যান্ড প্রবাসী। সাদেক আহমদ ও তার স্ত্রী শেফালী বেগমকে দুর্দান্ত, চতুর ও পরধন লোভী প্রকৃতির লোক হিসেবে অভিযোগে উল্লেখ করে বলা হয়, তারা ছাইয়ারা বেগমকে নিরীহ পেয়ে অন্যায় লাভের আশায় দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছেন। তারা প্রায়ই ছাইয়ারা বেগমের বসতবাড়ির সীমানা সংলগ্ন জমি জবর দখলের চেষ্টা চালান। এর কারণ জানতে চাইলে তারা ছাইয়ারা বেগমকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।


ছাইয়ারা বেগম অভিযোগে আরও বলেন, সাদেক ও তার স্ত্রীর প্রাণনাশের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের ভয়ে বর্তমানে সিলেট নগরীতে বাসা ভাড়া করে থাকছেন। তার অনুপস্থিতির সুযোগে সাদেক ও শেফালী প্রায়ই বাসার ভেতরে মলমূত্রসহ বিভিন্ন আবর্জনা ফেলে বাড়ির পরিবেশ দূষিত করে।

ঘটনার দিন শনিবার (২৬ জুলাই) ছাইয়ারা বেগম তার গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পান, তার বসতবাড়ির সীমানা প্রাচীরের চারদিকে বনজঙ্গল ও কচুরিপানা জন্মেছে। বিষধর সাপের ভয়ে তিনি একজন শ্রমিক দিয়ে ঝোপজঙ্গল পরিষ্কার করান। অভিযোগ অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সাদেক ও তার স্ত্রী দা ও লাঠি নিয়ে এসে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং তাকে খুন-জখমের হুমকি দেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে চলে যান।


ভুক্তভোগী আরও অভিযোগ করেন, সাদেক ও শেফালী এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে, তারা তার বসতবাড়ি জবরদখল করে ছাড়বে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

সিসিকনামা পর্ব-১ পিয়ন থেকে কোটিপতি সোহাগের উত্থান রহস্য

শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায়

আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত

ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন

মার্কিন পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’

উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি!

জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা

রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা

বিনয় ও সৌজন্যবোধ ছিল মুফতি আহমদুল্লাহর স্বভাবজাত : তারেক রহমান