মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৭ টায় পৌরসভা হলরুমে এক আলোচনা সভায় সর্বস্তরের দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে তাঁর নাম ঘোষণা করা হয়।
পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়বের সভাপতিত্বে ও সেক্রেটারি মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারী মো. আলাউদ্দিন ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন।
সভা শেষে জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী আগামী পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মনোনীত মেয়র প্রার্থী হিসেবে জাকির হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
জাকির হোসাইন বলেন, কুলাউড়া পৌরসভার একজন সন্তান হিসেবে, পৌর শহরের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনার অংশীদার হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে, আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, আমার লক্ষ্য কুলাউড়া পৌরসভাকে একটি আধুনিক, উন্নত, জনবান্ধব এবং সুশাসিত পৌরসভায় রূপান্তর করার জন্য জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করেই আমরা একটি উন্নয়নশীল সমাজ গঠন করতে পারবো।