ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সাঈদ আহমদ বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আপনাদের সবার সহযোগিতা করা প্রয়োজন। "ইসলামী আন্দোলন বাংলাদেশ" দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে আমরা অঙ্গিকারাবদ্ধ।
২৭ জুলাই রোববার বিকেলে জৈন্তাপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুফতি সাঈদ আহমদ দলীয় প্রতীক হাত পাখা মার্কার সমর্থনে তিনি স্থানীয় জনগণ সহ সকল সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী ইমাদ উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক মাওলানা আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক মাওলানা মুক্তার আহমদ, সমন্বয়কারী আবু আহমদ, ফয়জুর রহমান, নজরুল ইসলাম, রহমত উল্লাহ মজুমদার, রফিকুল ইসলাম রায়হান,প্রচার সমন্বয়কারী আব্দুস সালাম সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সবাই-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মতবিনময় সভায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।