চিন্তামনি (নাজিরবাজার), ওসমানীনগর শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের একগুচ্ছ সেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম।
ক্লাবের প্রেসিডেন্ট সেলীনা আক্তার চৌধুরীর সার্বিক পরিচালনায় আজ শনিবার সকাল ১০টায় সিলেটের গার্ডেন টাওয়ার থেকে যাত্রা শুরু করে কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো,সকাল ১১টায় ডাঃ তানভীরুল আরেফিন এর তত্ত্বাবধানে রোটারিয়ান শাহ জামাল আহমদের বাড়িতে ফ্রি মহিলা মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হয়।
পরবর্তী সময়ে সকাল ১১টা ৩০ মিনিটে, চিন্তামনি বাজারের দাওয়াতুল ঈমান মাদ্রাসায় শিশুদের জন্য পৃথক একটি মেডিকেল ক্যাম্প চালু করা হয়।
দুপুর ১২টায় মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত, চিন্তামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাওয়াতুল ঈমান মাদ্রাসা সংলগ্ন রাস্তা এবং নাজিরবাজার-গহরপুর মাদ্রাসা বাজার রাস্তায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রজেক্ট শেষে বাদ জোহর ক্লাব সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এই মহতী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন , রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫, বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর।
বিষেশ অতিথি পিডিএফএল ফিরোজা রহমান, প্রজেক্টগুলোর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট চেয়ারম্যান ও রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫, বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ (পি এইচ এফ),
এসময় আরোও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাবের সেক্রেটারি -রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম, প্রজেক্ট চেয়ারম্যান ও রিপসা টিম ডি-৬৫ বাংলাদেশের ডিপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, ক্লাব ফাষ্ট জেন্টুলম্যান রোটারিয়ান আবুল কালাম, প্রেসিডেন্ট ইলেক্ট- বাহাউদ্দিন বাহার, রোটারিয়ান পিপি শাখাওয়াত হোসেন আজাদ, রোটারিয়ান পিপি এ্যাড. জামাল উদ্দিন, রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী, এক্স রোটারিয়ান পিপি ডা.তানভীরুল আরেফিন, শীপ ক্যাপ্টেন মো: কাওছার মোস্তফা, রোটারিয়ান মো: আমিনুল ইসলাম, রোটারিয়ান মো: মাহবুব আলম লস্কর, রোটারিয়ান ফাতেমা বেগম, রোটারিয়ান ফজল আহমদ সাগর, রোটারিয়ান আনোয়ার হোসেন, সাংবাদিক লতিফুর রহমান উজ্জল, রোটারেক্টর নজিব আহমদ প্রমুখ।