জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সমাজসেবা অধিদপ্তর এবং জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু'টি পর্বে দেখানো হয়। এর মধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ,অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, অধিকার’র ফোকাল পার্সন মুহাম্মদ আমিনুল হক, ছাত্র নেতা এম ডি ওসমান গণি, এনসিপি জেলা কমিটির সদস্য ফয়সল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।