সোমবার, ২৮ জুলাই ২০২৫
সোমবার, ২৮ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে জুলাই পূনর্জাগরন উপলক্ষে শপথ গ্রহণ

"সামাজিক নিরাপত্তা চাদরে স্বযত্নে ঢাকা থাকুক নারী,শিশু সহ অবহেলিত সকল শ্রেণীপেশার মানুষ" এই স্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান।

শনিবার (২৬জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। 

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা,জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, জুলাই আন্দোলনে শহিদ সোহাগের পিতা আবুল কালাম, জুলাই আন্দোলনে আহতদের মধ্যে বক্তব্য রাখেন বিফলা আক্তার, শুভ মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন,সমাজের প্রতিটি মানুষের সহযোগিতায় ও অংশগ্রহণে একটি  উন্নত সমাজ গঠন করা সম্ভব।  যুব সমাজকে বিভিন্ন গঠনমূলক কাজে এবং মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।  শতাধিক যুবক যুবতী নারী পুরুষের অংশগ্রহণে এসময় কেন্দ্রীয় শপথ বাক্যের আয়োজনকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্নস্তরের শ্রেণি-পেশার লোকজনের উপস্থিতিতে সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করান ইউএনও মুশফিকীন নূর।

এই সম্পর্কিত আরো