শনিবার, ২৬ জুলাই ২০২৫
শনিবার, ২৬ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

উমাইরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বৃহত্তর উমাইরগাঁও শিবেরবাজারবাসী।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উমাইরগাঁও কলেজের হলরুমে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠাকালীন ও আজীবন দাতা সদস্য, পার্কভিউ মেডিকেল কলেজ সিলেটের পরিচালক এবং আব্দুল আজিজ মাশুক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মাশুক।
তিনি বলেন, উমাইরগাঁও কলেজ আমার হৃদয়ের প্রকল্প। এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলো ছড়ায় না, এটি একটি জাতি গঠনের কারখানা। আজকের কৃতি শিক্ষার্থীরা আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ। এ আয়োজন তাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

কলেজের উন্নয়নে আমি আজ ব্যক্তিগতভাবে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিচ্ছি। পাশাপাশি, দেশের বাইরে থাকা আমাদের প্রবাসী ভাইদের সম্মানে কলেজ প্রাঙ্গণে একটি আধুনিক ‘প্রবাসী ভবন’ নির্মাণের প্রস্তাব করছি, যা ভবিষ্যতে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি সবসময় এই কলেজের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। সকল আয়োজক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান, মো. ফখর উদ্দিন, উপপরিচালক (অর্থ ও হিসাব) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এবং সেক্রেটারি উমাইরগাঁও কলেজ বাস্তবায়ন কমিটি, এপেক্সিয়ান মো. জালাল উদ্দিন অ্যাডভোকেট, এডিশনাল পিপি ও  সিনিয়র আইনজীবী জজ কোর্ট সিলেট এবং সহসভাপতি উমাইরগাঁও কলেজ বাস্তবায়ন কমিটি, মোহাম্মদ আব্দুল মুকিত  সভাপতি বৃহত্তর উমাইরগাঁও হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও প্রতিষ্ঠাকালীন দাতা উমাইরগাঁও কলেজ, সিলেট জেলা বিএনপির গণবিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমাইরগাঁও কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ আহমদ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু,  বর্তমান সহসভাপতি শাহ মো. হেলাল, নির্বাহী সদস্য এমএ কাদির প্রমূখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে এমন আয়োজন অনুকরণীয় উদাহরণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্বের প্রত্যাশিত কারিগর। তাঁরা শিক্ষার্থীদের দেশপ্রেম, অধ্যবসায় এবং নৈতিকতার মাধ্যমে আগামী দিন গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো