মৌলভীবাজারের কুলাউড়ায় কাদিপুরে আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোঃ আসব আলী মুক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক শাহজাহান আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম(টিবিএফ)'র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আনোয়ারুল বারী সিতার, আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম, সমাজ সেবক আবুল কালাম সেফুল, আব্দুল কাদির ইজলাল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সদস্য জুনেদ আহমদ, প্রবাসী তুহিন আহমদ, নিয়াজ আহমদ, হুমায়ুন আহমেদ, ছাত্রনেতা মেহেদী হাসান সাইদ, সাংবাদিক হোসাইন আহমদ।
সংবর্ধিত প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আশরাফুল ইসলাম সুয়েব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কিরন রহমান।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থী মারজান উদ্দিন আরিফ।
এসময় উপস্থিত ছিলেন আমতৈল বিপ্লবী যুবসংগের সভাপতি রাহাদ রহমান তায়েফ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লিটন, শিক্ষার্থী সাঈদুর রহমান সাঈদ, সজীব, বাপ্পু, সৈয়দ মাশরাফি, রায়হান, মাহফুজ, সৈয়দ সানি, মাহদি ইসলাম শাফি, মাহদি
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।