জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর গ্রামে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার কৃতরা হলেন হাজী মো: বারু মিয়া (৫৯) আব্দুল মজিদ (৪৫) আব্দুস সালাম মুছা (২৮)।
এর আগে রাতে সিআর সাজাপ্রাপ্ত আসামী মো: সারোয়ার হোসেনকে গ্রেফতার করতে যায় থানা পুলিশ। গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামী সারোয়ার হোসেনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সে সময় পুলিশ বাধা দিলে আসামী পক্ষের লোকজন লাটিসোটা রড নিয়ে এবং এলোপাতারী ইট পাটকেল ছুড়ে জামালগঞ্জ থানার পি এস আই মো: মাসুদ রানা, এএস আই জিয়াউর রহমান , এবং এ এস আই টিংকু চরন রায়ের উপর হামলা চালায়।
এ’বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন সাজাপ্রপ্ত আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা করায় ১৭ জনের নাম উল্লেখ করেও ১০/১২ জন অজ্ঞাত নামা আসামী সহ ৩ জনকে গ্রেফতার করে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।