বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে ৪০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় যুক্তরাজ্য প্রবাসী গ্রেফতার

সিলেটের ওসমানীনগরে ৪০ লক্ষ টাকা আত্মসাৎ এর মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক থাকা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী এক  যুক্তরাজ্য প্রবাসীকে অবশেষে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার উমরপুর ইউনিয়নের লামা ইসবপুর গ্রামস্থ প্রবাসীর নিজ বাড়ি  থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারকৃত আবদুল মতিন ওরফে খোকন মিয়াকে বৃহস্পতিবার বিকালে আদালতের পাঠিয়েছে পুলিশ। 

জানা যায়, অর্থ আত্মসাৎ এর অভিযোগে উপজেলার দয়ামীর ইউনিয়নের তাজপুর গ্রামের আব্দুল হক বাদি হয়ে ২০১৪ সালে গ্রেফতারকৃত যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন ও তার স্ত্রী রিনা বেগম ও কন্যা সুমা বেগমকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারতারী পরোয়ানা জারী করে। সম্প্রতি আব্দুল মতিন যুক্তরাজ্য থেকে দেশে আসলে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পুলিশ থাকে গ্রেফতার করে।  একই মামলায়  বাকি তার স্ত্রী রিনা বেগমও ইতিপূর্বে থানা পুলিশ কতৃক গ্রেফতার হয়ে জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। 

ওসমানীনগর থানার এস.আই সাইদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্ব প্রবাসী আব্দুল মতিনকে তার নিজ বাড়ি তেকে গ্রেফতারের পর  বৃহস্পতিবার  আদালতে প্রেরণ করা হয়েছে। ওই মামলার অনান্য ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারে পুলিশি  তৎপরতা অব্যাহত আছে।

এই সম্পর্কিত আরো