সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আফতাবনগর ইউনিয়নের মনোহরপুর গ্রামের আমজাদ আলীকে ২০১১ সালে হত্যার অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই ) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ কামাল খাঁন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মনোহরপুর গ্রামের আ. ওয়াহিদের ছেলে আব্দোস সোবহান, আবদুল খালেক, আবদুস সোবহানের ছেলে আবদুল কাদির, আবদুল মতলিবের ছেলে গিয়াস উদ্দিন, আবদুস সোবহানের ছেলে আবদুল করিম, ইয়াকুব আলীর ছেলে সুরুজ আলী, সিরাজ আলী, আবদুল খালিকের ছেলে সোহেল, ও আবদুস সোবহানের স্ত্রী মকবুলা বিবি ওরফে মাহবুবা।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় প্রতিপক্ষের হামলায় মারা যান আমজদ আলী। ওই ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের পিতা-মছদ্দর আলী। প্রায় ১৪ বছর বিচারকাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে এ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।
আসামিপক্ষের আইনজীবী হানিফ সোলাইমান বলেন, আমরা এ রায়ে সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আমরা আশাবাদী উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।