পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতির অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক পরিচালিত চলমান পরিবেশ পরিদর্শন কার্যক্রমের আওতায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা, অবস্থানগত ভুল, ছাড়পত্রের শর্ত লঙ্ঘন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে চিহ্নিত করা হয়েছে। এ সকল অনিয়মের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিভিন্ন ধারায় মামলা দায়ের ও অর্থদণ্ডসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
জানা যায়, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্তৃক ১১ টি ব্যক্তি/প্রতিষ্ঠানকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন/ নবায়নবিহীন /অবস্থানগত/পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ০৭ ধারার আলোকে ১১ টি ব্যক্তি/প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় মামলা এবং মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো- নবায়নবিহীন এবং ছাড়পত্রের শর্তভঙ্গের কারণে সিলেট সোবহানীঘাট ওয়েসিস হসপিটাল লিমিটেডকে এনফোর্সমেন্ট ২০৬/২০২৫ মামলা করা হয়েছে এবং ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, নাইওরপুলের সিলেট ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেডকে এনফোর্সমেন্ট ২০৮/২০২৫ মামলা করা হয়েছে এবং ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, সোবহানীঘাট পপুলার মেডিকেল সেন্টার এন্ড হসপিটাল এনফোর্সমেন্ট ২০৭/২০২৫ মামলা করা হয়েছে এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে নবায়নবিহীন থাকার কারণে নগরীর মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে এনফোর্সমেন্ট ২১৮/২০২৫ মামলা করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, নগরীর আম্বরখানাস্থ মালিক কমপ্যাথকে এনফোর্সমেন্ট ২০৩/২০২৫ মামলা করা হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, সিলেট নগরীর দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের মেসার্স শাহপরাণ অটো ড্রায়ার রাইস মিলকে এনফোর্সমেন্ট ২০১/২০২৫ মামলা করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ পশ্চিমবাজারের মর্নিং বার্ড ডায়াগনস্টিক সেন্টারকে এনফোর্সমেন্ট ২০৯/২০২৫ মামলা করা হয়েছে এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা নতুন বাজারের মা মনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে এনফোর্সমেন্ট ২০৫/২০২৫ মামলা করা হয়েছে এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, মোলভীবাজার জেলার সদর এলাকার মৌলভীবাজার পলি ক্লিনিককে এনফোর্সমেন্ট ২০২/২০২৫ মামলা করা হয়েছে এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, কুলাউড়ার ইকো ডায়াগনস্টিক সেন্টারকে এনফোর্সমেন্ট ২০৪/২০২৫ মামলা করা হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানার সাটিয়াজুড়ি পাইকপাড়ার ওমেরা সিলিন্ডার লিমিটেডকে ছাড়পত্রের শর্তভঙ্গের জন্য এনফোর্সমেন্ট ২১৭/২০২৫ মামলা করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ১১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে উল্লেখিত ব্যক্তি/প্রতিষ্ঠানের উপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, ‘সিলেটে বিভিন্ন হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা, অবস্থানগত ভুল, ছাড়পত্রের শর্ত লঙ্ঘন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে চিহ্নিত করা হয়েছে। এ সকল অনিয়মের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিভিন্ন ধারায় মামলা দায়ের ও অর্থদণ্ডসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বমোট ১১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় ।’