আর কিছুক্ষণ পর জুলাই পদযাত্রা নিয়ে সিলেট এসে পৌছবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। পদযাত্রা নিয়ে এসে আজ শুক্রবার বিকেল ৫ টার দিকে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে সমাবেশ করবেন তারা।
ইতোমধ্যে শহিদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেছেন দলটির সমর্থকেরা। সমাবেশস্থল শহিদ মিনার মঞ্চে চলছে দেশাত্মবোধক গান। এছাড়া বড় পর্দায় জুলাই আন্দোলন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। সমাবেশ উপলক্ষ্যেশেহিদ মিনার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনারও সভামঞ্চ পরিদর্শন করেন।
জানা গেছে, সুনামগঞ্জে পদযাত্রা শেষ করে সিলেট আসবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা।
সরেজমিনে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির সিলেট আগমন উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। বুধবার রাত থেকেই সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে সিলেটের নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন ও পোস্টার লাগানো রয়েছে। বৃহস্পতিবার সমাবেশস্থলের প্রধান স্টেইজ তৈরি করা হয়। এবং রাতব্যাপী কঠোর নিরাপত্তা বেষ্টনিতে ঘেরা থাকে নগরী। এনসিপির জুলাই পদযাত্রা সফল করতে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এই রাজনৈতিক দলটি।
নগরীর বিভিন্ন স্থানে তোড়ন নির্মাণ ক রা হয়েছে। পাশাপাশি প্রচার-প্রচারণাও চালান জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। পদযাত্রায় বিপুল জনসমাগম হবে বলে আশাবাদী স্থানীয় নেতৃবৃন্দ।
এ ব্যাপারে এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন, ‘ঐতিহাসিক জুলাই পদযাত্রায় সিলেটবাসী সাক্ষী হয়ে থাকবে। আমাদের কেন্দ্রীয় নেতারা সিলেটে আগমন করবেন, তাদের স্বাগত জানাবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই, সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।’
ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, ‘সাংগঠনিক শক্তিকে এখন মাঠে নামানোর সময়। আজকের জুলাই পদযাত্রা হবে আমাদের একতা, শৃঙ্খলা ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি জেলা ও মহানগর কমিটির সদস্য যেন দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা।’
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের অনাকাঙ্খিত ঘটনায় সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নগরীতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশি নজরদারী থাকবে।’