জুলাই আন্দোলনের শহীদ রুদ্র সেন স্মরণে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদ রুদ্র সেনের আত্মত্যাগ স্মরণে তাঁর নিহত হওয়ার স্থান (আখালিয়া সুরমা আবাসিক এলাকা) পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খান মোঃ রেজা-উন-নবী।
মঙ্গলবার (২৩ জুলাই) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকার পরিবেশ ও অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ এবং এলাকাবাসীর চেতনায় তাঁর অবদানকে জীবন্ত রাখার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা শাহ মোঃ জিতু মুন্না, রেঁনেসা ক্লাবের সভাপতি আব্দুল্লাহ এ মাসুম, এলাহি যুব কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শামীম আহমেদ, রেঁনেসা ক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমান, মোজ্জাম্মেল আহমেদ, খোরশেদ আলমসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
ঘটনাস্থলে এসে বিভাগীয় কমিশনার বলেন, 'শহীদ রুদ্র সেন ছিলেন একটি আদর্শের প্রতীক। তাঁর আত্মত্যাগের কথা আজও আমাদের তাড়িত করে। তাঁর স্মৃতিকে সংরক্ষণ করা সময়ের দাবি।"
এ সময় এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ ও আবেগ পরিলক্ষিত হয়। স্থানীয় নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা বলেন, 'রুদ্র সেনের মতো সাহসী সন্তানদের ইতিহাস তুলে ধরতে ও নতুন প্রজন্মকে সচেতন করতে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়।