শনিবার, ২৬ জুলাই ২০২৫
শনিবার, ২৬ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে আটক ১২ যুবক দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের আয়মান দোয়ারাবাজারে বিদেশি মদসহ কারবারি আটক সিলেটে এসে সিলেট নিয়ে যা বললেন নাহিদ ইসলাম উমাইরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তৃণমূল পর্যায়ে এনসিপিকে শক্তিশালী করতে হবে- হাসনাত আবদুল্লাহ কুলাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা জামালগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী ধরতে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৩ বিশ্বনাথে ‘রাব্বানী ফাউন্ডেশন’র উদ্যোগে চার শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সংবর্ধিত ভবিষ্যত প্রজন্মের জন্য রাষ্ট্রের ফিটনেস তৈরি করতে হবে- নাহিদ ইসলাম
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে রিজভী

মব কালচার দেশে আতঙ্কের নতুন উৎস

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মব কালচার এখন দেশে ভয় ও আতঙ্কের নতুন উৎস হয়ে দাঁড়িয়েছে। কেউ একজন চুরির অভিযোগ করলে উচ্ছৃঙ্খল জনতা মিলে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, পিটিয়ে মারছে- এটা সভ্য সমাজে কল্পনাও করা যায় না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৫ আগস্টের পর হঠাৎ করে দেশে মব কালচারের মাত্রা কেন বেড়ে গেল? প্রশাসন কোথায়? রাষ্ট্রের দায়িত্ব কি শুধু দর্শক হয়ে থাকা? চোখের সামনে কেউ অপরাধ করলে তাকে পুলিশে দিন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। বিনা বিচারে কাউকে হত্যা করা এক নির্মম অপরাধ।

এ সময় তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাদের প্রসঙ্গ তুলে বলেন, আজও বহু পরিবার প্রিয়জনের খোঁজ পায়নি। স্বামীকে স্ত্রীর কাছ থেকে, সন্তানকে মায়ের কোল থেকে তুলে নেওয়া হয়েছিল। এখনো তারা নিখোঁজ। এই গুমের রাজনীতি থেকে জাতি মুক্তি চায়।

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে রিজভী বলেন, যদি কমিশনের সদস্যরা নিরপেক্ষ না হন, তাহলে কোনো আইনি কাঠামোই গণতন্ত্র রক্ষা করতে পারবে না। ফ্যাসিবাদ যদি চেতনার ভিত্তিতে কমিশনে প্রবেশ করে, তাহলে জনগণের ইচ্ছা বারবার ভূলুণ্ঠিত হবে। ভোটের আগের রাতেই ২০১৮ সালের নির্বাচনে ব্যালট ভর্তি হয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা মানুষ ভুলে যায়নি।

বিএনপির সদস্যপদ নিয়ে রিজভী বলেন, ভদ্র, শিক্ষিত, সম্মানিত, সমাজ সচেতন নাগরিকরাই বিএনপির সদস্য হবেন। চাঁদাবাজ, অনাচারকারী, দখলবাজ ও দুর্বৃত্তদের বিএনপির কোনো জায়গা নেই। দেশের সব জেলায় সদস্য সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অন্তত এক কোটি। মৌলভীবাজার জেলায় দেড় থেকে দুই লাখ সদস্য সংগ্রহের লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের পদধারীদের বিএনপিতে অন্তর্ভুক্ত করা যাবে না। কেউ এসব বিতর্কিত ব্যক্তিকে সদস্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জাসাসের কেন্দ্রীয় নেতা সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যদের মধ্যে মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, মিজানুর রহমান মিজান প্রমুখ সদস্যপদ নবায়ন করেন।

এই সম্পর্কিত আরো

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে আটক ১২ যুবক

দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের আয়মান

দোয়ারাবাজারে বিদেশি মদসহ কারবারি আটক

সিলেটে এসে সিলেট নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

উমাইরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তৃণমূল পর্যায়ে এনসিপিকে শক্তিশালী করতে হবে- হাসনাত আবদুল্লাহ

কুলাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা

জামালগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী ধরতে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৩

বিশ্বনাথে ‘রাব্বানী ফাউন্ডেশন’র উদ্যোগে চার শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

ভবিষ্যত প্রজন্মের জন্য রাষ্ট্রের ফিটনেস তৈরি করতে হবে- নাহিদ ইসলাম