আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি হাফেজ শেখ মুশতাক আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে এক দায়িত্বশীল সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা এই ঘোষণা দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, এই সময়ে আমাদের এমন একজন প্রতিনিধি দরকার, যিনি শুধু নির্বাচনের সময় উপস্থিত হন না—বরং সারাবছর এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার থাকেন। হাফেজ শেখ মুশতাক আহমে ঠিক তেমনই একজন মানুষ। লন্ডনে উচ্চশিক্ষা নেওয়া, ছাত্র রাজনীতিতে নেতৃত্বদান, আবার নিজের জন্মভূমি শান্তিগঞ্জ-জগন্নাথপুরের প্রতি দায়বদ্ধতা—এই তিনের মেলবন্ধন তিনি নিজের জীবনে ধরে রেখেছেন।”
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও তিনি গ্রামের মসজিদ-মাদ্রাসা, গরিব-দুঃখী মানুষের খোঁজখবর রেখেছেন। কোনো প্রচার ছাড়া অনেক মেধাবী ছাত্রকে পড়ালেখার খরচ দিয়ে সাহায্য করেছেন, অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করি—এলাকার একজন নিবেদিতপ্রাণ সন্তান হিসেবেই তিনি সংসদে গিয়ে সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবেন।”
সমাবেশে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল ঈমান। যৌথভাবে সঞ্চালনা করেন জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ ও শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন বলেন, দেয়ালঘড়ি প্রতীক কেবল একটি নির্বাচনী মার্কা নয়, এটি সময় সচেতন, দায়িত্বশীল ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রতীক। হাফেজ শেখ মুশতাক আহমদ ভাই সেই প্রতীককেই বাস্তবে ধারণ করছেন। ইনশাআল্লাহ, আমরা এই প্রতীককে বিজয়ের প্রতীকে রূপান্তরিত করব।”
নেতারা বলেন, এখন সময় এসেছে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার—যিনি জনগণের কথা সংসদে তুলতে পারবেন, যিনি প্রবাসে থেকেও দেশের কথা ভাবেন, গ্রামের প্রতিটি ইমাম-মুয়াজ্জিন, কৃষক-শ্রমিকের পাশে থাকেন—তাঁর মতো মানুষই জনতার প্রকৃত প্রতিনিধি হতে পারেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা খলিল আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী, সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা আলী খান, জেলা কমিটির নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ, ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার মোজাম্মিল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা ওলীউজ্জামান, জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মাস্টার আমিনুল হক এবং শান্তিগঞ্জ উপজেলা সমাজকল্যাণ সম্পাদক ক্বারী হোসাইন আহমদ।
সমাবেশে সর্বসম্মতভাবে হাফেজ শেখ মুশতাক আহমদকে সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের এমপি প্রার্থী ঘোষণা করা হয়।
নেতারা ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে দেয়ালঘড়ি প্রতীককে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাফেজ শেখ মুশতাক আহমদ বলেন, “আমি আপনাদেরই সন্তান। প্রবাসে থেকেও সবসময় আমার মাটি, আমার মানুষ ও তাদের সুখ-দুঃখের খবর রাখার চেষ্টা করেছি।
খেলাফত মজলিস আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা একটি পবিত্র আমানত। আমি বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় আমরা দেয়ালঘড়ি প্রতীকে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করি।”