ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গোইয়ানঘাটে শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ জুলাই) বাদ আসর গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেপুর, বানিগ্রাম, নারায়ানপুর জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সদস্য আফতাব উদ্দিন নাসিম, নাজমুল ইসলাম মান্না, জুবায়েদ আহমদ, জাহঙ্গীর আলম জুনেদ, মাহবুব আলম মুন্না, সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মুসল্লি।
মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফতেপুর, বানিগ্রাম, নারায়ানপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল কুদ্দুছ। মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।