ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ জুলাই) বাদ আসর সিলেট নগরীর মিরাবাজার চন্দনীটুলা জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র উপদেষ্টা মো. সুমন আহমদ, সিনিয়র সহসভাপতি আবদুল মুমিন সেতু, সহসাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি নেতা হিলাল উদ্দিন শিপু, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র প্রচার ও দপ্তর সম্পাদক মো. আছনাত উদ্দিন জাহিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ সজিবসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চন্দনীটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছালিকুর রহমান। মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।