ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ জুলাই) বাদ আসর সিলেট নগরীর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সিদ্দিক আলী, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল, ইকবাল আহমদ, মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক, মুহিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমদ, প্রচার সম্পাদক, ফয়ছাল আহমদ পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আইনুল আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাহী আহমদ, সদস্য কালাম আহমদ সুহেল আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাসুম আহমদ, সজীব আহমদ, রনি আহমদ প্রমুখ।
মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন টিলাগড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি বোরহান উদ্দিন কাসেমী।
এদিকে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র উদ্যোগে শিবগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৩ জুলাই) বাদ আসর সিলেট নগরীর শিবগঞ্জ সৈয়দ হাতি আলী জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র সহসভাপতি সাজ্জাদুর রহমান সাজু, আজিম উদ্দিন রাজু, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, এনামসহ সংগঠনের নেতাকর্মীরা।