রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট।
বুধবার (২৩ জুলাই) আসরের নামাজের পর সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক এই বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন সংগঠন শোক প্রকাশ ও দোয়ার আয়োজন করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজী আবুল কালাম, সহসভাপতি আব্দুল হান্নান, মামুন আহমেদ এবং নিজাম উদ্দিন খান, অর্পণ ঘোষ,। ওয়াসিম ব্রিগেড সিলেটের উপদেষ্টা ও সিটিজেন সলিডারিটি মুভমেন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এবি সিদ্দিক এবং সিটিজেন সলিডারিটি মুভমেন্ট নেতা খালেদ আহমেদ, শফিকুল ইসলাম ও কাইয়ুম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।