দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জামালগঞ্জ উপজেলায় বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩জুলাই) জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ তুলে দেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ পূর্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন কুমার সাহা, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার,উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী প্রমূখ। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় ছিল, আছে এবং থাকবে। সরকারের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।
উল্লেখ্য, অসহায় ৩৮টি পরিবারের মাঝে ২ বান্ডেল টিন ও গৃহনির্মাণ বাবদ নগদ ৬ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।