বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ  ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আহসান উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে ২০২২-২০২৩ সালের শ্রেষ্ঠ ২৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এই সম্পর্কিত আরো