সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিসিকনামা পর্ব-১ - পিয়ন থেকে কোটিপতি সোহাগের উত্থান রহস্য শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায় আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন মার্কিন পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি! জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা বিনয় ও সৌজন্যবোধ ছিল মুফতি আহমদুল্লাহর স্বভাবজাত : তারেক রহমান
advertisement
সিলেট বিভাগ

কর্মসূচির ঘোষণা দিয়ে সিলেটে রাজপথ ছাড়লেন শিক্ষার্থীরা

ঢাকায় চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সিলেটে রাজপথে নামা শিক্ষার্থীরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা সিলেট-জকিগঞ্জ সড়ক ছেড়ে দেন, এতে স্বস্তি ফিরে আসে যাত্রী, চালক ও সাধারণ মানুষের মধ্যে। এ সময় আন্দোলনরতরা আগামীকাল (বুধবার) সকালে সিলেটের চৌহাট্টায় নতুন করে ব্লকেড কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ আমরা সড়ক ছাড়বো না।

তারা অভিযোগ করেন, আমরা দেখেছি কীভাবে মাইলস্টোনে শিশুরা মারা গেছে। কিন্তু সরকার এখনও ঠিক কতজন নিহত হয়েছে—সে বিষয়ে সঠিক তথ্য দিচ্ছে না। আমরা আরও দেখেছি এইচএসসি পরীক্ষাকে ঘিরে ছলচাতুরি করা হচ্ছে। বিক্ষোভকারীরা অবিলম্বে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

এর আগে, বিকেলেই ঢাকায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়তেই সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রাজপথে নেমে আসেন। তারা প্রথমে সিলেট শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন, পরে সড়কে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা ও নাম-ঠিকানা প্রকাশের দাবি জানান। একইসঙ্গে তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করেন, নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন।

দীর্ঘ সময় সড়কে অবস্থান করায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার চেষ্টা করেন।

পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা মঙ্গলবারের জন্য আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন এবং রাস্তা ছেড়ে যান।

শিক্ষার্থীদের এমন সিদ্ধান্তে প্রশাসন, যাত্রীরা ও সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা আবারও রাজপথে ফিরবেন।

এই সম্পর্কিত আরো

সিসিকনামা পর্ব-১ পিয়ন থেকে কোটিপতি সোহাগের উত্থান রহস্য

শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায়

আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত

ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন

মার্কিন পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’

উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি!

জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা

রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা

বিনয় ও সৌজন্যবোধ ছিল মুফতি আহমদুল্লাহর স্বভাবজাত : তারেক রহমান