মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮শ' টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার(২২জুলাই) জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাচাউন বাজার এলাকা থেকে আটক করা হয় রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫)। তারা দুজনেই মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি দল। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে রুবেল মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পারুল বেগমের কাছ থেকে আরও ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা পুলিশ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের বরাত দিয়ে আরও জানায়, ঘটনাস্থলে স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করে এবং মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রাখার কথা জানায়।
জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।