মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা বাড়ছে

সিলেটে দিন দিন ক্রমান্বয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংক্রমণ। ডেঙ্গু রোগী বাড়ার সাথে সাথে সিলেটে জনমনে আতঙ্ক ছাড়াচ্ছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ডেঙ্গুতে ১ জনকে শনাক্ত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ৫৫ জন। এর আগে, শনিবার ২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছেন ৪ জন। রবিবারের ২৪ ঘন্টায় নতুন আরো ১ জন শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে চলতি জুলাই মাসে মোট ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সিলেটে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসাকৃত রোগীর সংখ্যা ৭ জন। তারমধ্যে সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন, সিলেট এমএজি ওমসানী মেডিকেল হাসপাতাল ২ জন, সিলেট ওয়েসিস হাসপাতালে ১ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী নতুন একজন আক্রান্তসহ সিলেট বিভাগে মোট আক্রান্তরোগীর সংখ্যা ৫৫ জন। এর মধ্যে সিলেটে ১৭ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ১৪ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

অন্যদিকে, সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও করোনা ভাইরাসের সংক্রমন স্থিতিশীল রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬টি পরিক্ষা করে সিলেট বিভাগে করোনাভাইরাসে কোনো রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া যায় নি। চলতি বছরে মোট করোনায় শনাক্ত হয়েছেন ২৯ জন। এরমধ্যে করোনায় মোট ২ জন মৃত্যুবরণ করেন। 

গত ২৪ ঘণ্টায় ৬টি করোনা ভাইরাসের রোগীর নমুনা পরীক্ষা করে নতুন কোনো রোগী শনাক্ত করা যায় নি। এখন পর্যন্ত বিভাগজুড়ে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যেখানে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৪০টি।

এই সম্পর্কিত আরো