সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভেজাল খাদ্যপণ্য তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে জগন্নাথপুর থানা পুলিশ।
অভিযানে দেখা যায়, ‘মেসার্স হাবিব টাইগার মশলা প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নকল খেজুরের গুড় তৈরি করে আসছিল। এছাড়া, ‘টাইগার মশলা’ নামে একটি জনপ্রিয় ব্র্যান্ডের প্যাকেট নকল করে তারা নিম্নমানের বিভিন্ন মশলা বাজারজাত করছিল। প্রতিষ্ঠানটি বাজার থেকে নিম্নমানের ময়দা ও সরিষার তেল কিনে নিজেদের ব্র্যান্ড নামে বিক্রি করছিল।
এসব অপরাধের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।