শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাধারণ জনতার ক্ষোভ - আ. লীগ সরকারের আমলে দায়ের করা মামলায় গ্রেফতার আলমগীর চেয়ারম্যান সিলেটের সাদা পাথর উদ্ধার নারায়ণগঞ্জে নবীজিকে নিয়ে কটুক্তি, আল্টিমেটাম - শান্ত বানিয়াচংকে অশান্ত করতে একটি চক্র কাজ করছে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান শাহীনের কাছে বড় হার বাংলাদেশের সাবেক নায়েবে আমির আল্লামা সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় বলিউড নায়িকা কৃতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা ও ঘণ্টায় সম্মানী দ্বিগুণ নেটিজেনদের তোপের মুখে তাহিরপুরের স্বাস্থ্য কর্মকর্তা খালেদা জিয়ার জন্মদিনে কেক না কাটতে নেতা-কর্মীদের বিএনপির আহ্বান ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে অ্যাড. আমিনুল ইসলাম

নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চুনারুঘাটে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপ্রপ্রচার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার, অপপ্রচার ও কুরুচিপূর্ণ অশ্লীল স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য-বাজারে এসে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে দলের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তব্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী, এডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, গণমানুষের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে যারা বিভিন্ন অপপ্রচার, কটূক্তি ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছেন, তাদের প্রতি আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরণের মিথ্যা ও কটূক্তিপূর্ণ আচরণ ভবিষ্যতে যেন আর কেউ না করেন। আপনাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যে দেশের সাধারণ জনগণ ক্ষুব্ধ। মনে রাখবেন এমন মিথ্যাচার আর কুরুচিপূর্ণ অপপ্রচার যদি চলতে থাকে, তবে দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। আমরা চাই না, আপনাদের এমন অসভ্য আচরণের কারণে দেশের পরিবেশ উত্তপ্ত হোক। 

উপদেষ্টাগনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করার জন্যে "আমরা গত দীর্ঘ ১৭ বছর এই দেশের জনগণের ভাগ্য ফিরিয়ে আনার জন্যে, গণতন্ত্র পূণরুদ্ধারের সংগ্রাম করেছি।

কোটা বিরোধী আন্দেলনসহ সকল আন্দোলনই আমাদের ছাত্ররা ও জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠন এবং সমস্ত গণতান্ত্রিক দলের অংশগ্রহণের ভূমিকা ছিল সক্রিয়। এই সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তখন অনেক ইসলামী সংগঠন, তারা হাতপাখার বাতাস দিয়ে ঐ ফ্যাসিস্ট সরকারকে চাঙ্গা করে রেখেছে। তখন আমরা নির্বাচন ভয়কট করেছি, ঐ ইসলামী সংগঠন তখন নির্বাচনে অংশ গ্রহণ করেছে। ঐ ইসলামী সংগঠনের নেতা এবং পীর সাহেবকে যখন পিটিয়ে দাত-মূখ একাকার করে দিয়েছে, ঐ তখন আওয়ামীলীগের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীর সাহেবের পক্ষে সমঝোতা অর্পণ করেছে। 

কিন্তু ৫ই আগস্টের পর যতটা আমরা তাদের প্রতি যত সাহায্য-সহযোগীতা করলাম, ঐ ৫ই আগস্টের পর থেকে তাদের কাছ থেকেই আমরা এর প্রতিকার পেতে শুরু করলাম। আপনারা দেখতে পেলেন অন্তরবর্তীকালীন সরকার ঘোষনা করেছে যুক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দিবে। লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক হলো, আর সেই বৈঠকে বলা হলো ফেব্রুয়ারী মাসেই নির্বাচন দেওয়া হবে। আর সেই বৈঠকের পর থেকেই পীরেরদল তারা এই নির্বাচন চায় না। 

এই নির্বাচন বানচাল করার জন্য একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিলো। তারই ধারাবাহিকতায় বিএরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করে দিলো। 

এবার আপনারা ফেব্রুয়ারীতে নির্বাচন দিবেন বলে ঘোষনা করেছিলেন, নির্বাচন ফেব্রুয়ারীর মধ্যেই দিতে হবে এবং নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করলে, এই দেশের মানুষ কোনো ষড়যন্ত্র মেনে নিবে না, ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষায় এটিই এখন জনগণের প্রধান দাবী৷ 

সভাটি চুনারুঘাট উপজেলা বিএনপির সম্পাদক সম্পাদক এডভোকেট মোঃ মীর সিরাজ আলী সঞ্চালনায় ও সভাপতি এডভোকেট মোঃ মনিরুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জমরুত আলী, যুগ্ম সাধারণ মোঃ আব্দুর রহিম তালুকদার শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকার, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান তরফদার আবিদ, সাধারণ সম্পাদক দিদার হোসেন, সাংগঠনিক সৈয়দ বজলুর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিক তালুকদার, সদস্য সচিব মাসুম তালুকদার, যুগ্ন আহবায়ক মোঃ নাছির উদ্দিন, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখার সদস্য সচিব অনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামীম তালুকদার, উপজেলা কৃষক দলের আহবায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব আতিকুল কবির মাষ্ঠার, উপজেলা তাতী দলের সভাপতি এরফানুল রহমান মানিক, পৌর স্বেচ্ছাসেব দলের আহবায়ক মীর হোসেন, কলেজ ছাত্রদলের এমদাদুল হক ইমন, ইউনিয়ন বিএনপি‘র সভাপতি-সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সভাপতি প্রফেসার আব্দুল হামিদ, সেকেটারী কামরুল হাসান শামীম, ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, সেক্রেটারী হাবিবুল আলম, সেক্রেটারী সৈয়দ মাহফুজুর রহমান, মুজাহিদ মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি শফিক মিয়া, বিমল দাশ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ উস্তার, সেক্রেটারী নুরুল আমিন, সেক্রেটারী আবু তাহের লিল মিয়া ও সিনিয়র সহ-সভাপতি- ফয়সল  চৌধুরীসহ সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এই সম্পর্কিত আরো

সাধারণ জনতার ক্ষোভ আ. লীগ সরকারের আমলে দায়ের করা মামলায় গ্রেফতার আলমগীর চেয়ারম্যান

সিলেটের সাদা পাথর উদ্ধার নারায়ণগঞ্জে

নবীজিকে নিয়ে কটুক্তি, আল্টিমেটাম শান্ত বানিয়াচংকে অশান্ত করতে একটি চক্র কাজ করছে

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান শাহীনের কাছে বড় হার বাংলাদেশের

সাবেক নায়েবে আমির আল্লামা সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় বলিউড নায়িকা কৃতি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা ও ঘণ্টায় সম্মানী দ্বিগুণ

নেটিজেনদের তোপের মুখে তাহিরপুরের স্বাস্থ্য কর্মকর্তা

খালেদা জিয়ার জন্মদিনে কেক না কাটতে নেতা-কর্মীদের বিএনপির আহ্বান

ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু