মৌলভীবাজারের কুলাউড়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কুলাউড়া পৌর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।
জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া পৌর শাখার আহবায়ক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মাদুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হাফিজ মাওলানা জামিল আহমদ আনসারী, জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা আজির উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলার সাবেক সহ সাধারণ সম্পাদক মাওলানা তলিব উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, জেলা যুব জমিয়ত সাধারন সম্পাদক মাও সাইফুর রহমান, কুলাউড়া উপজেলা যুব জমিয়ত আহবায়ক হাফিজ মাও আব্দুল আজিজ, জেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ ফাহিম আহমদ, জেলা ছাত্র জমিয়ত সাবেক সভাপতি মাও: আল আমিন, জমিয়ত নেতা মাও: ফখরুল ইসলাম মামুন, ছাত্র জমিয়ত কুলাউড়া উপজেলার সভাপতি মাও: সামসুল ইসলাম সাইমি, ভুকশিমইল ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি হাফিজ রেজাউল করিম এহসান, কুলাউড়া উপজেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক মাও: আবুনছর খালেদ, ছাত্র জমিয়ত কুলাউড়া উপজেলা যুগ্ন সম্পাদক মৌলভী আব্দুল মুত্বালিব।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুস্তফা কামালের নাম ঘোষণা করা হয়।