মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় বাংলাদেশ জাসদের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত

জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে  শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
(১৬ জুলাই) বুধবার সকাল ১১ টায় কুলাউড়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। 

জুলাই-২৪ ছাত্র গণঅভূত্থানে নিহত শহীদদের স্মরণে  শহীদ আবু সাঈদ সহ সকল জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন লুটপাট দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে সফল করার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সহ সভাপতি সোহাগ মিয়া, কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া, প্রবীন জাসদ নেতা আব্দুল লতিফ কালা, কুলাউড়া পৌর বাংলাদেশ জাসদের সভাপতি নিয়ামত খান, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম বাচ্চু, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, বাংলাদেশ যুব জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সোবহান টিপু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার নেতা চন্দন গৌড়, জয়চন্ডী ইউনিয়ন বাংলাদেশ জাসদের নেতা ইমাদুল ইসলাম প্রমুখ।

এই সম্পর্কিত আরো