বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচং প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ

বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় হাসান শিশিরসহ সাংবাদিকদের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে কালো আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট/সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়েরকৃত মামলা এখনও সরকারের নির্বাহী আদেশে প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বানিয়াচং প্রেসক্লাব।

১১ জুলাই শুক্রবার প্রেসক্লাবের সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়।

প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় হাসান শিশির, নির্বাহী সদস্য হৃদয় খান, নির্বাহী সদস্য আলী আফগান খান রাজু, সদস্য শেখ বাবলু আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে প্রণীত সাংবাদিকতার কণ্ঠরোধকারী কালো আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট/সাইবার সিকিউরিটি অ্যাক্টে সারাদেশে দায়েরকৃত মামলাগুলো নির্বাহী আদেশে প্রত্যাহারের ঘোষণা দিলেও বানিয়াচং প্রেসক্লাবের ৪ নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা (সিলেট সাইবার ১০/২০২৪) এখনও প্রত্যাহার করা হয়নি। বক্তারা একারণে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

এই সম্পর্কিত আরো