মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট! দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল ‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’ ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে আসামির ওপর হামলা, ছিনিয়ে নেওয়ার চেষ্টা

হবিগঞ্জ শহরে স্কুলছাত্র জনি দাশ (১৭) হত্যা মামলার আসামি সাজু মিয়াকে (২২) আদালত প্রাঙ্গণে মারধর এবং পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। পরে পুলিশ ও আইনজীবীরা আসামিকে রক্ষা করেন। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক শেখ নাজমুল হক বলেন, কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী হত্যা মামলার আসামি সাজুকে আদালত প্রাঙ্গণে মারধরের চেষ্টা করে। তবে পুলিশ সতর্ক থাকায় তাদের চেষ্টা সফল হয়নি। আসামিকে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘরের পাশে শব্দ শুনে জনি দাশ ঘর থেকে বের হয়। এ সময় অপরিচিত এক তরুণের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। একপর্যায়ে ওই অপরিচিত ব্যক্তি জনি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় জনি দাশকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন।

জনি দাশ হবিগঞ্জ শহরের ডকঘর এলাকার নর্ধন দাশের ছেলে। সে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কিশোরের বাবা বাদী হয়ে গত শনিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সোমবার পুলিশ সাজু মিয়া নামের এক তরুণকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাক গ্রামে। পুলিশ জানায়, প্রাথমিক জ্ঞিাসাবাদে সাজু দায় স্বীকার করেছেন।

আজ বুধবার দুপুরে হবিগঞ্জ সদর থানা–পুলিশ সাজু মিয়ার পাঁচ দিনের রিমান্ড চেয়ে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করে। এ সময় একদল শিক্ষার্থী সাজুর ওপর হামলা ও তাঁকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ হামলাকারীদের লাঠিচার্জ শুরু করে। পাশাপাশি একদল আইনজীবী ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দীন শাহীন প্রথম আলোকে বলেন, জনি দাশের কিছু সহপাঠী দল বেঁধে আসামির ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিক প্রদক্ষেপ গ্রহণ করায় হামলাকারীরা সফল হতে পারেনি। আদালত ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এই সম্পর্কিত আরো

সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী

সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট!

দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল

‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’

ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার

বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ