মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট! দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল ‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’ ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ
advertisement
সিলেট বিভাগ

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মঙ্গলবার সকাল ৬ টা থেকে অনির্দিষ্টাকালের জন্য সিলেটে সর্বস্তরের পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি ডাক দিয়েছে সিলেট বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক পরিষদ। পাথর কোয়ারি খুলে দেওয়া, সিলেটের জেলা প্রশাসকের অপসারণের দাবিসহ এবার ৬ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে তারা। তবে এই ধর্মঘটে পরীক্ষার্থী বহনকারী গাড়ি ও জরুরী সেবায় নিয়োজিত পরিবহন আওতামুক্ত থাকবে। সিলেট বিভাগীয় সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রেবাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি, ইমা-লেগুনা ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

জেলা প্রশাসকের অপসারণসহ ৫ দফা দাবিতে গত শনিবার থেকে পণ্য পরিবহন মালিক শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। ৪৮ ঘন্টার পর তারা জেলা প্রশাসকের অপসারণ থেকে সরে নতুন আরেকটি দাবি সংযুক্ত করে আর ২৪ ঘন্টা বাড়িয়ে মোট ৭২ ঘন্টার কর্মবিরতি পালন করে। 

আশুরা ও বিএনপির কর্মসূচির কারণে অনেকটা ঢিলেঢালাভাবে কর্মসূচি পালিত হয়। এরমধ্যে দাবি না মানলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির হুমকি দেয় সংগঠনগুলো। এরই মধ্যে সোমবার রাতে আন্দোলনের সাথে সমর্থন নেই বলে ঘোষণা দেয়  জামায়াতে ইসলামীপন্থী পরিবহন মালিকেরা। এ সময় এ আন্দোলনকে মালিক-শ্রমিকের কল্যাণহীন দাবি করে জুলাই আন্দোলনের চেতনা বিরোধীদের ষড়যন্ত্র বলে দাবি করা হয়। 
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ এ ঘোষণা দেন।  মাওলানা লোকমান আহমদ জানান, রবিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমা বাস টার্মিনালে এক জরুরি বৈঠকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তারা মঙ্গলবার থেকে তাদের গাড়ি রাস্তায় চলবে বলেও জানান। জামায়াতপন্থী পরিবহন মালিকদের সরে যাওয়ার ঘোষণায় আন্দোলনে স্পষ্ট বিভাজন তৈরি হয়।

এই প্রেক্ষাপটে সিলেট বিভাগীয় সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রেবাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি, ইমা-লেগুনা ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে অনির্দিষ্টাকালের জন্য কর্মবিরতির ঘোষণা কতটুকু পালিত হবে তা নিয়ে আন্দোলনকারীদের মধ্যেই রয়েছে অনিশ্চয়তা। এর মধ্যে জামায়াতের পরিবহন মালিকদের গাড়ি রাস্তায় বের করলে হতে পারে সংঘাত।

এই সম্পর্কিত আরো

সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী

সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট!

দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল

‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’

ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার

বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ