হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন- বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী- এডভোকেট মোঃ আমিনুল ইসলাম।
শুক্রবার (০৪ জুলাই) রাতে চুনারুঘাট উপজেলার সদর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন’পি উপজেলা শাখার পার্টি অফিসে নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এডভোকেট মোঃ আমিনুল ইসলাম বলেন- চুনারুঘাট উপজেলার মানুষ আমার হৃদয়ের অন্তরস্থলের মানুষ। উপজেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে সার্বিক খোঁজ-খবর নেন তিনি। এছাড়াও তিনি, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের খোঁজ-খবরসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মোঃ মনিরুল ইসলাম তালুকদার (টুলু), সাধারণ সম্পাদক এড. মীর মো. সিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. করিম সরকার, সহ- সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের কবির চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ফিরোজ, শ্রম বিষয়ক সম্পাদক মো. দেওয়ান শফিক মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. মামুন তালুকদার, সদস্য মতিন সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিক তালুকদার, উপজোলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. নাছির উদ্দিন, যুগ্ন আহবায়ক মো. জামাল মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. গিয়াশ উদ্দিন, সদস্য সচিব মাষ্ঠার মো. আতিকুল কবির, ১০ নং মিরাশী ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ জাকারিয়া, ৩নং দেওরগাছ ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল আজিজ, ৪নং ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মীর আক্তার, পৌর স্বেচ্ছাসেবকদলের নেতা মো. কাওসার খান, উপজেলা ছাত্রদল নেতা মো. সাব্বির আলম সোহান ও কলেজ ছত্রদল নেতা মো. ইমন ও উপজেলা-পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।