বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সরকারি এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর গোলাম আযম খান

ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে এবার সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর গোলাম আযম খানকে পদায়ন করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে তাঁকে এ পদে পদায়ন করা হয়।

তিনি ১৯৯৩ সালে চতুর্দশ বিসিএস (সাধারন শিক্ষা) উত্তীর্ন হয়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজে অধ্যাপনা পেশায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন, সর্বশেষ সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

প্রফেসর গোলাম আযম খান হবিগঞ্জ জেলার সদর উপজেলার পইল গ্রামের সম্ভ্রান্ত খান পরিবারের আব্দুল মজিদ খানের ছেলে। তার স্ত্রী ডা. নাইমুল জান্নাত কোরেশেী (ডিএইচএমএচ) সুনামগঞ্জ জেলা সদরের একজন প্রখ্যাত হোমিও চিকিৎসক।

প্রসঙ্গত, সরকারি এমসি কলেজের সর্বশেষ অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ অবসরে চলে যান। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষের দায়িত্বে থাকা প্রফেসর মো. আকমল হোসেন দায়িত্ব পালন করছেন।

এই সম্পর্কিত আরো