বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পোশাকের নিচের তিলের খবরও জানে এআই! উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন এই বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকা। ফলে বাজেটে ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকার উদ্বৃত্ত রয়েছে। বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।

পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, উপস্থাপিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্ন শহর গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। এ লক্ষ্যে তিনি পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। 

তিনি আরও জানান, তিনি পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমানো হয়েছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকায় জনগণ সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সঠিক সময়ে প্রকল্পের কাজ বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।  

বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়। 

এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা:  জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইফতেখার হোসেন ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষক তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ,  প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন সহ মিডিয়া কর্মী, সাবেক কাউন্সিলর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ

বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা

কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পোশাকের নিচের তিলের খবরও জানে এআই!

উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি