সিলেটের বালাগঞ্জ উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন ও তদারকির লক্ষ্যে সোমবার ( ৩০ জুন) উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন- উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরিদর্শন কার্যক্রমে তিনি আজিজপুর উচ্চ বিদ্যালয়, তালতলা আশ্রয়ন প্রকল্প, জামালপুর কমিউনিটি ক্লিনিক, জামালপুর শাহী ঈদগাহ পর্যন্ত সিসি ঢালাই সড়ক, নশিওরপুর ও সুলতানপুর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প,।দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদ এবং সুলতানপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও বলেন, জনগণের কল্যাণে সরকারের গৃহীত উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়নের বিকল্প নেই। দায়িত্ব পালনে অবহেলা বরদাস্ত করা হবে না। যেন উর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে শোকজ করতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কাজের গুণগত মান ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে সকলকে। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিদ্যালয় ও ক্লিনিক কর্তৃপক্ষসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, উপজেলা প্রকৌশলী অফিসের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
পরিদর্শন শেষে তিনি উপস্থিতদের ধন্যবাদ জানান এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।