সুনামগঞ্জের জামালগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারাগাছ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নূরুল হুদা, উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা বৃন্দ , স্থানীয় জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী ও বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগী কৃষকগণ।
এই কর্মসূচির মাধ্যমে আমন ধান, হাইব্রিড বর্ষাকালীন সবজি (টমেটো, লাউ, ধুন্দল, করলা, লালশাক, ইত্যাদি), তিল, তিশি, নীম, জাম, বেল ও কাঁঠালের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা দেওয়া হয়। এতে কৃষকরা নতুন মৌসুমে অধিক উৎপাদনের আশায় উজ্জীবিত হয়েছেন। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে তাদের কৃষি খরচ হ্রাস পাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।