বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তারেক রহমানের আগমনে কোম্পানীগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উচ্ছ্বাস অ্যাডভোকেট জামান - শহীদ ওয়াসিমের রক্তে গড়া স্বাধীনতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান শহিদ ওয়াসিম ব্রিগেড জকিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৩ প্রার্থী কানাইঘাটে তথ্য অফিসের উদ্যেগে ‘ভোটের রিকশা’র উদ্বোধন সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী দুই ভাইকে ছুরিকাঘাত

চাঁদা না দেয়ায় সুনামগঞ্জ শহরে ব্যবসায়ী দুই ভাইকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত দুই ভাই আল আমীন ও ইসমাইল পৌর শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জ  শহরে ট্রাফিক পয়েটস্থ শহীদ মিনারের সামনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন অনেকে। শহীদ মিনার এলাকায় ব্যবসা করতে হলে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দাবি করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ও যুবলীগকর্মী সুহেল মিয়া। চাঁদা দিতে অপারগত প্রকাশ করলে বৃহস্পতিবার কাপড় ব্যবসায়ী বিল্লাল আহমদকে মারধোর করেন শহরের উত্তর আরফিন নগরের বাসিন্দা সুহেল ও তাঁর ভাই ফল ব্যবসায়ী রয়েল। 

শুক্রবার সন্ধ্যায় ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লালের অপর দুই ভাই আল আমীন ও ইসমাইল ট্রাফিক পয়েন্ট এলাকায় গেলে পথ আটকে দাঁড়ান যুবলীগকর্মী সুহেল ও তাঁর ভাই রয়েলসহ কয়েকজন যুবক। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সুহেল ও তার লোকেরা আল-আমীন ও ইসমাইলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা দুই ভাইকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় আল আমীন ও ইসমাইল নামের দুইজন হাসপাতালে আসনে। ইসমাইল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তাঁর কোমরের পেছনে একাধিক ছুরিকাঘাত রয়েছে।

ব্যবসায়ী বিল্লাল মিয়া বলেন, ‘আমি শহীদ মিনার এলাকায় ছোটখাটো কাপড়ের দোকানের ব্যবসা করি। সুহেল কিছুদিন যাবত আমার কাছে দৈনিক ২০০ টাকা চাঁদা দাবি করে আসছে। আমি চাঁদা দিতে  অপারগতা প্রকাশ করলে আমাকে তারা মারধোর করে। শুক্রবার সন্ধ্যায় আমার দুই ভাইয়ের উপর তারা হামলা করে। আমার ছোট ভাই ইসমাইল সংকটাপন্ন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

তারেক রহমানের আগমনে কোম্পানীগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উচ্ছ্বাস

অ্যাডভোকেট জামান শহীদ ওয়াসিমের রক্তে গড়া স্বাধীনতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য

তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শহিদ ওয়াসিম ব্রিগেড জকিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন

জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল

সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৩ প্রার্থী

কানাইঘাটে তথ্য অফিসের উদ্যেগে ‘ভোটের রিকশা’র উদ্বোধন

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়