সোমবার, ২৮ জুলাই ২০২৫
সোমবার, ২৮ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে করুণা সিন্ধু তালুকদারের মৃত্যুতে শোকাহত হাওরপাড়ের মানুষ

ভাটি বাংলার প্রাণ পুরুষ নামে খ্যাত জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সাবেক(স্বর্ণপদকপ্রাপ্ত) সাত বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বাবু করুনা সিন্ধু তালুকদারের মরদেহের শেষ সম্মান জানাতে জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের ছয়হারা গ্রামে নামে জনতার ঢল। 

সর্বস্তরের মানুষ তার প্রিয় মানুষটিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন হাজার হাজার লোক। ছয়হারা গ্রামের প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন হাওড় পাড়ের মানুষ। মঙ্গলবার (২৪জুন)সকাল ৭টা ৩০ মিনিটে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় ছিলেন। তার মৃত্যুর খবরে জেলা উপজেলার বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন,শুভাকাঙ্ক্ষী সহ সর্বস্তরের মানুষের মাঝে  শোকের ছায়া নেমে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুক) শতশত মানুষ শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৯৬বছর।তার এই সংক্ষিপ্ত জীবনে  ৫ পুত্র ১কন্যা সন্তান রেখে গেছেন। বর্তমানে তার ২য় সন্তান কাজল চন্দ্র তালুকদার ফেনারবাঁক ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার বিকেল তিনটায় তার মরদেহ ছয়হারা গ্রামের শ্বশানে তার অন্তেষ্টীক্রীয়া সম্পন্ন হয়েছে। 

তিনি ১৯৩০ সালে ছয়হারা গ্রামে জন্মগ্রহণ করেন। যৌবনের শুরুতে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। মাটি ও মানুষের টানে তিনি চাকুরি ছেড়ে জনসেবায় মনোনিবেশ করেন। ১৯৭২ সালে প্রথম তৎকালীন সরকারের রিলিফ চেয়ারম্যান হিসাবে নিয়োজিত হন। পরে তিনি এরশাদ সরকারের আমলে স্বর্ণপদক লাভ করেন। ২০১৯ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ কর্তৃক জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে বিদেশ গমণের জন্য মনোনীত হন। তিনি ৩১ জুলাই ২০২০ সালে সেরা কমিউনিটি পুলিশং সদস্য হিসাবে আইজিপি পদক লাভ করেন। 

২০২০ সালে ৩১ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। উনার মৃত্যুে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, জামালগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা পরিষদ সমিতি, উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, জামালগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো