সিলেটে নতুন করে আরও ২জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫জনের নমুনা পরীক্ষা করে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে নতুন করে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১জনে।
রোববার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ৫ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে আজ রোববার পর্যন্ত ৯২জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ১১জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ১০জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন।