খেলাধুলা কেবল শরীর চর্চা নয়, এটি মানসিক উৎকর্ষ ও নৈতিকতার অনুশীলন। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক ও অপসংস্কৃতির ছোবল থেকে নিজেকে রক্ষা করতে পারে—এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
শনিবার (২১ জুন) বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোমিনছড়া চা বাগান ইয়াং স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। সমাজের বিত্তবানদের উচিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়া।
দৈনিক পুণ্যভূমি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী আরও বলেন, যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে নিয়মিত খেলাধুলা অপরিহার্য। এই ধরনের আয়োজন সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াং স্টার ক্লাবের সভাপতি লিটন কুমার মৃধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান, মোমিনছড়া চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কয়ছর আহমদ, সমাজসেবী প্রকৌশলী আমিরুল ইসলাম কবির, সমাজসেবী মো. আহসান হাবিব প্রমূখ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাগানবাসী এবং এলাকার যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণ ছিল মুখর।
পুরস্কার বিতরণী শেষে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ক্লাবের সকল আয়োজক, ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ, বাগান পঞ্চায়েত কমিটি ও আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।