সোমবার, ২৮ জুলাই ২০২৫
সোমবার, ২৮ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ৩

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজার ও ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এসব দুর্ঘটনা ঘটে।

হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামের সরোয়ার খাঁ (৭০), কাশিয়ানী উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল (৪০) ও সোহাগ পরিবহণের চালকের সহকারী খুলনার দৌলতপুরের মো. রাজা শেখের ছেলে শাওন শেখ (৩০)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজারের এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ওড়াকান্দি ফিরছিলেন বৃদ্ধ সরোয়ার খাঁ। টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পার হতে গেলে হাসান ট্রাভেলের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা নেওয়ার পথে মারা তিনি যান। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। 

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি কার্ভাডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী বিপুল পাল মারা যান।

একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে বাসের হেলপার শাওন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হন।

এই সম্পর্কিত আরো