সিলেট নগরীতে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ জুন) বিকেল ৫টায় দক্ষিণ সুরমার আল-তকদির আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী ও তিন পুরুষকে আটক করে ডিবি।
আটককৃতরা হলেন- নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চাম্পা বেগম (৩২), মোঃ শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪) ও সুজিত দাস (৫০)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। অপরদিকে একই দিন রাত সাড়ে ৯টায় কোতোয়ালী থানাধীন ওসমানী মেডিকেল রোডস্থ রজনীগন্ধা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে ডিবি।
তারা হলেন- আমিনুল ইসলাম (২৮), বাদশা মিয়া (২৪, হোটেল ম্যানেজার) ও মর্জিনা আক্তার (২২)।
এ ঘটনায় কোতোয়ালী থানায় আরেকটি মামলা হয়। এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।