জমিয়তে উলামায়ে ইসলাম ইসলাম বাংলাদেশ কুলাউড়া উপজেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
(১৯ জুন) বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীপুরের এবিসি কমিউনিটি সেন্টার হলরুমে এ মতবিনিময় সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও মাওলানা মাহদী হাসানের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, কুলাউড়া উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাও. কুরফান আলী, সহ সভাপতি মাও. ইসহাক আহমদ, মুফতি সাইফুর রহমান, কারী নুমান রশীদ হানাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. সাইদুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ ছালিকুর রশীদ, উপজেলা যুব জমিয়তের সাবেক সভাপতি মাও. বেলাল আহমদ প্রমুখ।
কাউন্সিলে মাওলানা শেখ আব্দুল জব্বারকে সভাপতি ও মাওলানা সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কুলাউড়া উপজেলা জমিয়তের দক্ষিণ শাখা ও হিজরুল ইসলামকে আহবায়ক এবং সালেহ আহমদ শিব্বিরকে সদস্য সচিব করে যুব জমিয়ত ও ফুজায়েল আহমদকে সভাপতি, হাফেজ আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক ও আব্দুস সামাদ আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ছাত্র জমিয়তের কুলাউড়া উপজেলা দক্ষিন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।