শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে অটোরিকশা কেড়ে নিলো শিশুর প্রাণ

সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে রিহান মিয়া (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রিহান উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের হিরা মিয়ার পুত্র। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৭ টার দিকে শ্যামারচর সড়কের বড় ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রিহানের বাবা হিরা মিয়া জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশে সড়কে খেলা করার সময় হঠাৎ একটি অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয় রিহান। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। ঘাতক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো